Site icon suprovatsatkhira.com

বুধহাটায় প্রদর্শনী ধান কর্তন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় প্রদর্শনী ক্ষেতের নমুনা ফসল কর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে ইউনিয়নের বুধহাটা (শ্বেতপুর) বøকে ধান কর্তন করা হয়। ব্লকের গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শ্বেতপুর গ্রামের সুশীল ঘোষের প্রদত্ত ব্রিধান-৪৮ প্রদর্শণী কর্তন করা হয়।

৮ ফুট ৩.৬ ইঞ্চি ব্যাসার্ধের বৃত্তাকার ক্ষেতের কর্তনকৃত ধানের কাঁচা ওজন হয়েছে ১২.১৫ কেজি, কাচাঁ আর্দ্রতা ৩৫% এবং ১২% সংরক্ষিত আদ্রতায় ফলন ৪.৪৮ মেঃ টন/ হেক্টর।
ফসল কর্তনকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জীবন ইসলাম এবং বুধহাটা বøকের উপ-সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম উপস্থিত থাকেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version