আগস্ট ১২, ২০২১
বীর মুক্তিযোদ্ধা নুর আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শেখ নুর আলী (৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।তিনি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামের মৃত শেখ ইসামাইল হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তি যোদ্ধা শেখ নুর আলী বুধবার(১১ আগস্ট) দুপুরের দিকে হৃদ্রোগে আক্রান্ত হলে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ১২ টায় বীর মুক্তিযোদ্ধা নুর আলীর ছেলের বাড়ি উপজেলার দুদলী গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের উপস্থিতিতে ও সাতক্ষীরা জেলা পুলিশের উপ-পরিদর্শক রতন মুন্শির নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা নুর আলীকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এ সময় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, সহকারী কমান্ডার আলহাজ্ব এসএম শাহাদাত হোসেন, ধলবাড়িয়া ইউনিয়ন কমান্ডার আলহাজ্ব আব্দুল গফফার, বীর মুক্তি যোদ্ধা হায়াত আলী (মরহুমের সহোদর)সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরবর্তীতে বাদ জোহর দুদলী জামে মসজিদে জানাজা নামাজ শেষে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। 8,455,660 total views, 3,256 views today |
|
|
|