আগস্ট ২৭, ২০২১
ফলোআপ : পিটিয়ে ভোঁদড় হত্যা কারিকে আইনি নোটিশ
জি এম মাছুম বিল্লাহ (সুন্দরবন অঞ্চল) প্রতিনিধি: ভোঁদড় হত্যা কারিকে বনবিভাগের পক্ষ থেকে আইনি নোটিশ দিয়েছে বনবিভাগ। জানাজায় ২৫ আগস্ট বুধবার বিকাল সাড়ে ৫টার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি কালিপদ বর্মনের ছেলে রবীন্দ্রনাথ (ঠাকুর ) ও শত্রুরঘনের ছেলে ঝন্টু বর্মনের পুকুরে বন্যপ্রাণী ভোদড় গেলে জাল দিয়ে ধরে পিটিয়ে হত্যা করে। ২৬শে আগস্ট (বৃহস্পতিবার) বন্যপ্রাণী ভোঁদড় হত্যার বিষয় জানতে চেয়ে আইনি নোটিশ দেন সাতক্ষীরা রেন্জ পশ্চিম বনবিভাগ। বিষয়টা নিশ্চিত করেছেন বনবিভাগের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ তিনি বলেন, কি কারণে বন্যপ্রাণী ভোঁদড় হত্যা করল সে বিষয় জানতে চেয়ে নোটিশ প্রদান করি। ঠাকুর পদ সহ যারা ভোঁদড় হত্যার সাথে জড়িত তারা ও স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফকে সঙ্গে নিয়ে শুক্রবার সকালে স্টেশনে হাজির দিয়ে প্রাথমিক পর্যায় ভোঁদড় হত্যার করেছে বলে স্বীকারক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর থেকে তদন্ত এসে যে ব্যাবস্থা নিতে বলে সেটা করা হবে। 8,494,877 total views, 2,655 views today |
|
|
|