আগস্ট ৩, ২০২১
প্রায় ১০ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারি আটক
নিজস্ব প্রতিবেদক : প্রায় ১০ কেজি হরিণের মাংসসহ সাতক্ষীরার শ্যামনগরের হরিণ শিকারি আল আমিন হোসেন (২১) কে আটক করেছে কোস্টগার্ড। গত সোমবার রাত ৮ টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোনের টহলরত সদস্যরা তাকে আটক করে। আটকৃত আল আমিন শ্যামনগর উপজেলার সোরালক্ষীখোলা গ্রামের মুসা ঢালীর ছেলে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার (বিএন) আমিরুল হক জানান, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন কয়রা এর একটি টহল দল অভিযান পরিচালনা করে। এসময় খুলনা জেলার কয়রা থানাধীন ঘড়িলাল এলাকা থেকে ৯ কেজি ৯০০ গ্রাম হরিণের মাংসসহ হরিণ শিকারী আল আমিনকে আটক করা হয়। পরে জব্দকৃত অবৈধ হরিণের মাংসসহ হরিণ শিকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়। তিনি বলেন, কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ বন্যপ্রাণী সংরক্ষণে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে। 8,494,950 total views, 2,728 views today |
|
|
|