কলারোয়া,প্রতিনিধি : শেখ হাসিনার গাড়ি বহরে হামলার নির্দেশদাতা ও হামলায় অংশগ্রহণকারীদের নিন্ম আদালতের রায় বাস্তবায়ন ও পলাতক আসামিদের গ্রেফতার করে বিচারের দাবিতে কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌরসভা মিলনায়তনে সমাবেশে সভাপতিত্ব করেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, মানব সম্পাদক বিষয়ক সম্পাদক লায়লা পারভীণ সেজুতি, আফসার উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভীন রতœা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন,কলারোয়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কলারোয়া পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, ১ নং জয়নগর ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা শামছুদ্দিন আল মাসুদ বাবু, চেয়ারম্যান বেনজির হেলাল, চেয়ারম্যান রবিউল ইসলাম, চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, চেয়ারম্যান মনিরুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা ২০০২ সালে কলারোয়ায় একজন ধর্ষিতাকে দেখতে এসেছিলেন। তৎকালীন বিএনপির নেতা কর্মীরা “জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলায় হামলার নির্দেশদাতা ও হামলায় অংশগ্রহণকারীদের নিন্ম আদালতের রায় বাস্তবায়ন ও পলাতক আসামিদের দ্রæত গ্রেফতারের দাবী জানান।