আগস্ট ২৪, ২০২১
প্রতাপনগরে ত্রাণ সামগ্রী বিতরণ
গাবুরা, শ্যামনগর প্রতিনিধি: আশাশুনির প্রতাপনগর বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা সাভার থেকে আগত ৪টি সংগঠনের যৌথ উদ্যোগে উক্ত ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। সকাল ১১টায় সাতক্ষীরা জেলার আশাশুনি থানার প্রতাপনগর পশ্চিম মাথা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ১০০ জন বানভাসি অসহায় পরিবারের মাঝে চাউল ,ডাল, আলু, তেল, আটা, পেঁয়াজ, লবণ ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সাভার সংঘ সাহায্যের এক অঙ্গীকার সংগঠনের প্রতিষ্ঠাতা সিনা রহমান (সাব্বির), আমরা মানবতার ধারক সংগঠনের, প্রতিষ্ঠাতা নোমান হাসান (শিশির), ব্রাদার হুড সামাজিক সাংগঠনিক সম্পাদক শান্ত সরকার, ও জিরো ফাউন্ডেশনের সভাপতি অজয় আশ্চার্য্য। ঢাকা সাভার যৌথ সংগঠনের আরো উপস্থিত ছিলেন, লিমন, ইমরুল, আবুহানিফ, রিপন ,সম্রাট ,সোহাগ প্রমুখ।
8,455,123 total views, 2,719 views today |
|
|
|