Site icon suprovatsatkhira.com

দেবহাটা গাজীরহাটে পুশকৃত মাছ বিনষ্ট ও জরিমানা আদায়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা গাজীরহাট মৎস্য শেডে রপ্তানি শিল্প চিংড়িতে অপ দ্রব্য পুশ বিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১আগষ্ট) সকাল ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় গাজীর হাট মৎস্য সেডের ৩ জন ব্যবসায়ীর ৩০কেজি মাছ বিনষ্ট ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মৎস্য ব্যবসায়ী বাবলুকে ৫ হাজার, হাসান আলীকে ১০হাজার, এবং আল-আমিনের ১৫ হাজার টাকা জরিমানা করে। এছাড়া জনসম্মুখে ৩০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট করা হয়।
ভ্রাম্য মান আদালত পরিচালনা কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, খাদ্য ভেজাল ও অপ দ্রব্য মেশানো বন্ধে এ অভিযান অব্যহত থাকবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version