আগস্ট ৩, ২০২১
দেবহাটার সাঁপমারা খালের সংযোগ সড়কে ভাঙন, ঝুঁকিপূর্ণ ব্রিজ
দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার বহুল পরিচিত এবং অত্রি প্রয়োজনীয় একটি খাল হলো সাঁপমারা খাল। এই খালের জোয়ার ভাটার কারণে হাজারো মানুষ তাদের জীবিকা নির্বাহ করে আসছে। খালের পাশ দিয়ে বয়ে যাওয়া পানির কারণে মৎস্য ঘেরসহ বিভিন্ন মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। এই খালের পানির চাপে ভাঙতে বসেছে সখিপুর-পারুলিয়ার মধ্যে সংযোগ লাগানো বিভিন্ন ব্রিজগুলো। আর গত কয়েন দিনের বর্ষনের ফলে ব্রিজগুলোর পার্শ্ববর্তী মাটি সরে যাওয়ার কারণে আরো বেশি হুমকির মধ্যে পড়েছে ঐ এলাকায় বসবাসরত ও চলাচলকারী কয়েক হাজার মানুষ। সরেজমিনে দেখা যায়, উপজেলার সখিপুর বাজার সংলগ্ন পারুলিয়া ও সখিপুর সীমান্তবর্তী সাঁপমারা খালের উপর নির্মিত সখিপুর বাজার ব্রীজটিসহ পারুলিয়া ফুটবল মাঠের পাশের ব্রিজ ও খেজুরবাড়িয়া স্কুলের পাশের ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই ব্রিজগুলো জোয়ারের অতিরিক্ত পানির চাপে এখন ভাঙতে বসার কারণে এই এলাকার মানুষেরা এখন হুমকিতে রয়েছে। তার মধ্যে গত কয়েকদিনের অবিরাম বর্ষনের ফলে ব্রিজগুলো সংযোগস্থলের পাশের মাটি খালের মধ্যে চলে যাওয়ার কারণে ব্রিজগুলো আরো বেশি হুমকির মধ্যে পড়েছে। সাধারণ মানুষের দাবী এই ব্রিজগুলো গত বছর থেকে ভাঙ্গনের কবলে কিন্ত এক বছর অতিবাহিত হলেও কেউ এই ব্রিজগুলো নিয়ে চিন্তা করেনা। এলাকাবাসী জানান, এই সাপমারা মরা খালটি গত অর্থ বছরে বর্তমান সরকারের খাল খনন কর্মসূচীর আওতায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে ১৯ কোটি টাকা ব্যয়ে খনন করে মরা খালটি পূন:জীবিত করা হয়েছিল খালটি। এতে কয়েক হাজার মৎস্য ঘেরসহ কয়েক লক্ষ মানুষ উপকৃত হয়েছিল। খালটি জীবন ফিরে পাওয়ায় এখন বৃদ্ধি পেয়েছে স্রোত। যার কারণে খাল হয়ে গেছে বড় আর ব্রিজগুলো হয়ে গেছে ছোট। ফলে ব্রিজগুলো এখন ভাঙ্গনের কবলে। এ স্রোতে খালের উপর নির্মিত প্রায় প্রতিটি ব্রিজ কমবেশি হুমকির মুখে। এ সব ব্রিজগুলো পুনরায় নির্মাণ করা প্রয়োজন বলে মনে করে এলাকাবাসী। এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, তিনি এ বিষয়ে দ্রæত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এবং যাতে দ্রæত সংষ্কার করা হয় তার ব্যবস্থা গ্রহণ করবেন। দেবহাটা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, খালগুলো সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং স্থানীয়ভাবে কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেবহাটা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সেলিম রেজা জানান, খালগুলোর সংযোগস্থলের পার্শ্ববর্তী মাটি যাতে দেয়া যায় সেবিষয়ে তিনি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সাথে কথা বলেছেন। অতি দ্রæত এগুলো সংষ্কার করা হবে। এলাকাবাসী যাতে অতি দ্রæত ব্রিজগুলো সংষ্কার করার উদ্যোগ গ্রহণ করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। 8,452,226 total views, 13,489 views today |
|
|
|