নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার উপজেলার জালালাবাদ গ্রামের আব্দুল হামিদ। বয়স ৪৩ বছর। তবে দুইটি কিডনি একেবারে বিকল তার। মরণব্যাধি কিডনি রোগে আক্রান্ত আব্দুল হামিদ বাঁচতে চায়। চিকিৎসা খরচ চালানোর মতো অবস্থা না থাকায় সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করেছেন তিনি। আব্দুল হামিদ জানান, ৬ বছর আগে জীবিকার সন্ধানে পাড়ি জমায় মালয়েশিয়ায়। মালয়েশিয়ায় থাকা অবস্থায় অসুস্থ হলে চিকিৎসক জানায় তার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে।
তিনি আরও জানান, অসুস্থতার কারণে গত রমজান মাসে বাড়ি ফিরে আসেন। বাড়ি এসে চিকিৎসার জন্য সাতক্ষীরা, যশোর, খুলনা, ঢাকাসহ বিভিন্ন জায়গায় গিয়েছেন। এতে খরচ হয়ে গেছে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা। তিনি জানান, বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও দুই মেয়ে নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছি। ভিটে বাড়িতে চার শতক জমি ছাড়া কোনো সম্পদ নেই। আব্দুল হামিদের বৃদ্ধ বাবা শেখ নাজিরউদ্দীন জানান, আয় রোজগার করার মত হামিদ ছাড়া আর কেউ নেই। বিদেশে থেকে যা টাকা জমিয়েছিল চিকিৎসা করাতে করাতে সব শেষ।
বিশেষজ্ঞ ডাক্তার দুইটা কিডনি অপারেশন করে বদলানোর জন্য প্রায় ১৬ লক্ষ টাকার মত খরচ হবে বলে জানিয়েছে। পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন সম্ভব হচ্ছে না। ঠিক মত খাওয়া হচ্ছে না তিন বেলা। এলাকার লোকজনের সহায়তায় অনেকটা মন্থর গতিতে চলছে আমাদের পরিবার। দেশবাসীকে পাশে চায় আব্দুল হামিদের পরিবার। তিনি তার একমাত্র পুত্রের চিকিৎসার জন্য সকলের সহযোগীতা কামনা করেন। সাহায্যের জন্য প্রয়োজনে যোগাযোগ ও বিকাশ নাম্বার – ০১৭২৯১৯২৪৩৭ (আব্দুল হামিদ)।