আগস্ট ২৫, ২০২১
খাজরায় ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার শুরু
খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের খাজরা বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ৭/২ নং পোল্ডারের মারাত্বক ঝুঁকিপূর্ণ ওয়াপদার বাঁধ অবশেষে সংস্কার কাজ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে সার্ভের কাজ চলছে। বুধবার (২৪ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, জাইকা সংস্থার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে খাজরা বাজার সংলগ্ন পশ্চিম খাজরা হরি মন্দির থেকে নব কুমার মজুমদারের লবণের আড়ৎ পর্যন্ত ৩শ মিটার মারাত্বক ঝুঁকিপূর্ণ ওয়াপদার বাঁধ সংস্কারের লক্ষে প্রাথমিক মাপ-জরিপ ও সার্ভে কাজ চলছে। জাইকা সংস্থার একদল টিম এ সার্ভের কাজ পরিচালনা করতে দেখা যায়। ৩শ মিটার এ মারাত্বক ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার হলে পাশ^বর্তী খাজরা বিলে প্রায় ৩হাজার বিঘা মৎস্য ঘের,বসতবাড়ি,ধান্য ফসলসহ আশাপাশের হাজার হাজার বিঘা ধান ও মাছের ঘের ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। বাঁধ সংলগ্ন রাজবংশীপাড়ায় বসবাসরত স্থানীয় বাসিন্দাদের মুখে হাসি ফুটে ওঠবে।
এসময় পানি উন্নয়ন বোর্ডের এসও রাব্বি হাসান,বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল,ইউপি সদস্য তহমিনা বেগম,আনারুল ইসলাম,স্থানীয় বাসিন্দা শংকর মন্ডল উপস্থিত ছিলেন।
আশাশুনি পানি উন্নয়ন বোর্ডের এসও রাব্বি হাসান জানান,জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডে বাস্তবায়নে হরি মন্দির থেকে ৩শ মিটার বাঁধ মাটি দ্বারা ভরাট করে জিও কাপড় বিছিয়ে পরে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষার কাজ করা হবে। আশা করি সার্ভে করার ১মাসের মধ্যে কাজ শুরু করতে পারব। 8,451,631 total views, 12,894 views today |
|
|
|