আগস্ট ২২, ২০২১
খাজরায় জঙ্গিবাদ,উগ্রবাদ,সহিংসতা প্রতিরোধ নিয়ে সংলাপ
নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় জঙ্গিবাদ,উগ্রবাদ,সহিংসতা প্রতিরোধ,সহনশীলতা সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা পালনের অগ্রগতি বিষয়ে পিস ক্লাবের উদ্যোগে স্থানীয় কর্তৃপক্ষ,কমিউনিটি এবং পিস ক্লাবের সদস্যদের মধ্যে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ আগস্ট) সকাল ১১টায় খাজরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে খাজরা ইউপি সচিব বিশ^জিত ঘোষের সভাপতিত্বে রুপান্তরের সহযোগিতায় পিস ক্লাব খাজরার বাস্তবায়নে এ সংলাপ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রুপান্তরের পিস প্রকল্পের রিপোটিং এন্ড ডকুমেন্টটেশন অফিসার মইনুল আহম্মেদের সঞ্চলনায় সংলাপে ইমাম আজিজুর রহমান,পিস ক্লাব সদস্য সাংবাদিক নুরুল ইসলাম,পিস ক্লাবের উপজেলা ফিল্ড অফিসার ফরহাদ হোসেন বক্তব্য প্রদান করেন।
সংলাপে বক্তারা সমাজ থেকে জঙ্গিবাদ উগ্রবাদ,সহিংসতা প্রতিরোধ,সহনশীলতা সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে আসার আহŸান জানান। পিস ক্লাবের সদস্যদের বিভিন্ন উপায়ে পিস ক্লাবে উদ্দেশ্য ও তা বাস্তবায়নে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। সংলাপে ইমামের মাধ্যমে জুম্মার নামাজের খুৎবার পূর্বে স্থানীয় মুসুল্লীদের মাঝে জঙ্গি ও উগ্রবাদ প্রতিরোধে আলোচনা,দেওয়াল লিখন,খেলার মাঠে যুব সমাজকে সঠিক পথে আসার আহŸান,উঠান বৈঠকসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। 8,881,967 total views, 1,368 views today |
|
|
|