আগস্ট ৫, ২০২১
কৈখালীতে সিলিং ফ্যান বিতরণ
গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি :শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক,এর সহযোগী সংগঠন শ্যামনগর অনলাইন অক্সিজেন ব্যাংক ও শ্যামনগর অনলাইন ফুড ব্যাংক,এর এডমিন শেখ মফিজুর রহমানের আয়োজনে মসজিদে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকাল ৬ টার দিকে বৈশখালি হাফিজিয়া মাদ্রাসার চত্বরে থেকে উক্ত ফ্যান বিতরণ করা হয়। পুর্ব কৈখালী বায়তুল ফালাহ পাঞ্জেগানা মসজিদের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ৩ টা সিলিং ফ্যান দেওয়া হয়েছে। শ্যামনগর অনলাইন, ব্লাড ব্যাংক, অক্সিজেন ব্যাংক, ও ফুড ব্যাংক এর এডমিন শেখ মফিজুর রহমানের ও সংগঠনের স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে পূর্ব বায়তুল ফালাহ পাঞ্জেগানা সভাপতি সাহেবের নিকট সিলিং ফ্যান হস্তান্তর করেন। অনুষ্ঠানে এডমিন বলেন, ইতোমধ্যে আমরা পূর্ব কৈখালী বায়তুল ফালাহ পাঞ্জেগানা সিলিং ফ্যান প্রদান করেছি। পর্যায়ক্রমে আরো অনেক গুলো পাঞ্জেগানা ও মসজিদে সিলিং ফ্যানসহ প্রয়োজনীয় সকল উপকরণ প্রদান করা হবে। এবং এই আর্থিক সহযোগিতা করেন দেশ ও প্রবাসী স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা আপনারা তাদের জন্য সবাই দোয়া করবেন। 8,475,684 total views, 412 views today |
|
|
|