Site icon suprovatsatkhira.com

কুল্যা-গুনাকরকাটি ব্রিজের নীচে অবৈধ বাঁধ দিয়ে দখল চলছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ব্রিজের নীচে নদীর চরে বাঁধ দিয়ে অবৈধ দখল চলছে। একের পর এক নদীর চরে বাঁধ দিয়ে চর দখলের ঘটনায় এলাকার মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ব্রিজের আশপাশসহ বেতনা নদীর চরে প্রবাহ মান স্রোতকে আটকে দিয়ে মাটির বাঁধ দিয়ে অবৈধ দখলের অভিযোগ রয়েছে। প্রতি বছর অসংখ্য স্থানে নতুন নতুন বাঁধ দিয়ে চর দখলের ঘটনা ঘটে আসছে। এতে করে প্রতি বছর নদীর ¯্রােত বাধাগ্রস্থ হয়ে নতুন নতুন চর জেগে উঠছে। ফলে প্রতি বছর চর দখল করে মাছের ঘের করা, ঘর বেধে দখল মজবুত করার ঘটনা অহরহ ঘটে চলেছে।
এরই ধারাবাহিকতায় কুল্যা ব্রিজের তলদেশসহ পাশের চরে গতদিন থেকে রাতের আঁধারে মাটির বাঁধ দিয়ে দখল ক্রিয়া চলছে। বাঁধের কাজ শেষ হলে প্রথমে মৎস্য ঘের হিসাবে ব্যবহার এবং সুযোগমত সেখানে ছোট ঘর ও পরবর্তীতে ক্রমে ক্রমে ঘরের সংখ্যা বাড়িয়ে বসবাস শুরু করে দখল পাকাযোক্ত করা হতে পারে। এ ব্যাপারে উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version