আগস্ট ১৪, ২০২১
কালিগঞ্জ উপজেলাকে তলানি থেকে শীর্ষে টেনে তুললেন সাঈদ মেহেদী
মোশাররফ হোসেন: এখন শফত নেয়ার সময়। কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী যখন শপথ নিয়েছিলেন, তখন উপজেলা পরিষদের কর্মদক্ষতা মূল্যায়নে দেশের ৪৯২টি উপজেলার মধ্যে কালিগঞ্জের অবস্থান ছিলো ৪৮৫ নাম্বার। এ কারণে সাতক্ষীরার অন্যান্য উপজেলা পেলেও কালিগঞ্জ উপজেলা বঞ্চিত ছিল উপজেলা গভর্নেন্স অ্যান্ড ডেভলপমেন্ট প্রকল্পের অনুদান থেকে। ২০১৮ সালের এপ্রিল মাসে দায়িত্বভার গ্রহণের পর উপজেলা পরিষদের এই অবস্থা দেখে হতবাক হয়েছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাঈদ মেহেদী। সেসব এখন অতীত। সরকারের খাতা কলমে যা আছে থাক। এখন উপজেলাকে এগিয়ে নেয়ার সময়। ধৈর্য, সততা, ন্যায় পরায়নতা, বিচক্ষন, জনদারদী কাগুজে এসব বিশেষনের বিশ্লেষনও হিসেব কষে বের করার সময় নষ্ট না করেই দরকার উদ্যোগ ও তার সফল বাস্তবায়ন। শুরুটা যেন এভাবেই। সাঈদ মেহেদী দায়িত্ব নিয়েই উপজেলা পরিষদের কার্যক্রমে গতি আনায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় নানা উদ্যোগ নেন। প্রত্যয় ব্যক্ত করেন তলানি থেকে কালিগঞ্জ উপজেলাকে তালিকায় শীর্ষে তুলে আনার। মাত্র তিন বছর অতিক্রান্ত হয়েছে। কথা দিয়ে কথা রেখেছেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
মাত্র তিন বছরের ব্যবধানেই ২০২০-২১ অর্থবছরে উপজেলা পরিষদের কর্মদক্ষতা মূল্যায়নে ৪৯২টি উপজেলার মধ্যে কালিগঞ্জ চতুর্থ স্থান অর্জন করেছে। এ প্রসঙ্গে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, পুরো অর্জনটাই উপজেলাবাসীর। সেই সাথে আমি দায়িত্ব গ্রহণের পর কর্মরত ইউএনও সরদার মোস্তফা শাহীন, মোজাম্মেল হক রাসেল ও বর্তমান ইউএনও রবিউল ইসলাম খন্দকার অত্যন্ত আন্তরিকতার সাথে উপজেলা পরিষদের প্রত্যেকটি কাজকেই এগিয়ে নিয়েছেন। সহযোগিতা করেছেন। সর্বোপরি মাস্টার প্লান অনুযায়ী কালিগঞ্জ উপজেলাকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টাই এই অর্জনের নেপথ্য কারণ। 8,494,990 total views, 2,768 views today |
|
|
|