নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের শাস্তির দাবিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলা যুবলীগের উদ্যোগে ফুলতলা চত্বরে এ অনুষ্ঠান পালিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুর আলম মহি।
উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহŸায়ক মাস্টার শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামানের বড় ছেলে ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন।
ইতালির বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ইতালী শাখার সাধারণ সম্পাদক শফিউল্ল্যাহ রনি’র সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগ নেতা ও জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ ফিরোজ আলী, নুরুজ্জামান খোকন, ওয়াহিদুর রহমান ছোট, মিজানুর রহমান টোকন, সুলতার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহব্বত হোসেন, কাজী মানজারুল হাসান মিজান, যুব নেতা ইলিয়াস হোসেন, খন্দকার সাইফুল ইসলাম মিলন প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন যুবনেতা লতিফুর রহমান লাভলু, মেহেদী হাসান,সাইদুল মোড়ল, সজীব মোড়ল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, যুবনেতা জাকির হোসেন,গণেশ, রাকেশসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।