আগস্ট ৩০, ২০২১
কালিগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ৬০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার নলতা এলাকার চৌমুহনিতে দূর্ঘটনাটি ঘটেছে। এঘটনায় পুলিশ মাইক্রোবাসের ড্রাইভার শিমুল রেজাকে (৩০) আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে। আটককৃত ওই ড্রাইভার চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়ি এলাকার মোহসিন মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৬ টার দিকে মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ নলতার চৌমুহনি এলাকায় ঘোরাফেরা করছিল। ওই সময়ে শ্যামনগর দিক থেকে ছেড়ে আসা দ্রæতগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫-৪৩ ৮৮) ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে নলতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে থানার উপ-পরিদর্শক সরদার মোহাম্মদ মাসুম বিল্লাহ্ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরোতহাল রিপোর্ট তৈরিসহ মাইক্রোবাসের ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে যায়। 8,451,615 total views, 12,878 views today |
|
|
|