আগস্ট ২৯, ২০২১
কালিগঞ্জে জাতীয় শোক দিবসের সভা ও দোয়া
নিজস্ব প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে কালিগঞ্জে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ আগস্ট) বিকেলে জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার উদ্যোগে আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুরের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রয়াত আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামানের বড় ছেলে ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোবিন্দ মন্ডল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম-আহŸায়ক মাস্টার শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি শাহিনুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম সুমনসহ ১২ টি ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের ঈমাম মাওলানা আশরাফুল ইসলাম আজিজী। 8,474,613 total views, 2,253 views today |
|
|
|