Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে চলাচলের পথ উদ্ধার ও মিথ্যে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জে ছোট ভাইয়ের বিরুদ্ধে জোরপূর্বক পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে চলাচলের পথ আটকিয়ে মারপিট, খুন জখমের হুমকি ও হয়রানি মূলক অপপ্রচারের অভিযোগ করেছেন বড় ভাই। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের মৃত ইমানদী সরদারের ছেলে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ মোঃ হযরত আলি সরদার (৭০)।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। কালিগঞ্জের পানিয়া মৌজার ৩৭১/৩৭২ দাগের পৈতৃক সম্পত্তিতে দীর্ঘদিন যাবৎ আমরা বসবাস করে আসছি। কিন্তু আমার আপন ছোট ভাই সুন্নত আলী (৬০) শরীক সম্পত্তি ভাগাভাগি হওয়ার পর থেকে আমাদের চলাচলের পথ আটকিয়ে রেখে পায়ে পা দিয়ে বিভিন্নভাবে ঝগড়া বিবাদ করতে থাকে। এসময় সে পথের জন্য আমার কাছে ৩০ লক্ষ টাকা দাবি করে, অন্যথায় মিথ্যে নারী নির্যাতনের মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করবে বলে হুমকি দেয়।

বৃদ্ধ হযরত আলি সরদার বলেন, পর সম্পদ লোভী সুন্নত আলী আমাদের পাঁচ শরীকের চলাচলের পথ জোরপূর্বক আটকিয়ে দেওয়ার কারণে আমরা এখন পানিবন্ধী হয়ে মানবেতর জীবন যাপন করছি। মসজিদে ঠিকমত নামাজ পড়তে যেতে পারি না। এঘটনায় স্থানীয় সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমের কাছে অভিযোগ দেয়া হলে তিনি বিষয়টি সমাধানের জন্য গত ৫ জুলাই উভয়পক্ষকে ইউনিয়ন পরিষদে হাজির করেন। সেখানে সিদ্ধান্ত অনুযায়ী মাপ জরিপ করে সুন্নত আলীর বসত ভিটা ৯ শতক জমি বুঝিয়ে দেন এবং ৩ফুট সম্পত্তি চলাচলের পথ হিসাবে আমাদেরকে বুঝিয়ে দিতে বলেন। কিন্তু সুন্নত আলী ওই শালিশের সিদ্ধান্ত না মেনে বিভিন্নভাবে আমাদেরকে মিথ্যে মামলা ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির দিয়ে হয়রানি করছে। তিনি অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই সুন্নত এলাকার চিহ্নিত সন্ত্রাসী।

সে বিভিন্নভাবে এলাকার সাধারণ মানুষের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি ও জীবন নাশের হুমকি দিয়ে থাকে। এলাকায় সুন্নত আলি একজন মামলাবাজ ব্যক্তি হিসাবে পরিচিত। প্রায়সঃ সে জোরপূর্বক সম্পত্তি দখল করতে নিরীহ মানুষের নামে মিথ্যে মামলা দেয়ার পাশাপাশি মারপিট ও বিভিন্নভাবে খুন জখমের ভয় দেখিয়ে হয়রানি করে থাকে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী হিসেবে উল্লেখিত পরসম্পদ লোভী ছোট ভাই সুন্নত আলীর কাছ থেকে তাদের চলাচলের পথ উদ্ধার এবং মিথ্যে হয়রানি থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version