নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় এক কথিত সাংবাদিকসহ চার জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর এলাকার হাসান তরফদারের ছেলে, ভুঁইফোড় ‘‘আর টিভি সাতক্ষীরা’’ ও ‘‘দৈনিক সময়’’ নামের দুইটি অনলাইন পোর্টালের কার্ডধারী নুরুজ্জামান তরফদার (২৪), একই ইউনিয়নের শাহাপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে মেহেদী গাজী (২৪), মৌতলা ইউনিয়নের পরমানন্দকাটি এলাকার শেখ জহুর আলীর ছেলে শেখ শরিফুল ইসলাম (৩৫) ও কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর এলাকার মেয়ে (২০)।
রবিবার (১৫ আগস্ট) সকালে আসামিদেরকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মৌতলা কাঁচাবাজারের সরোয়ার আলীর দোকান ঘরে এ ঘটনা ঘটে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ জরুরি ডিউটি থাকা অবস্থায় মৌতলা কাঁচাবাজারের সরোয়ার আলীর দোকান ঘরের মধ্যে অসামাজিক কার্যকলাপ থাকা অবস্থায় কথিত সাংবাদিক নুরুজ্জামান, শরিফুল, মেহেদীসহ এক নারীকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে এ ঘটনায় মামলা হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।