আগস্ট ২৪, ২০২১
কলারোয়ায় আসামি কর্তৃক বাদীর জীবন নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাতক্ষীরার কলারোয়ায় হত্যা প্রচেষ্টা মামলা আসামিরা জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে খুন জখমসহ জীবন নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরের সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুূল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কলারোয়া উপজেলার বাটরা গ্রামের ইনছাপ আলীর স্ত্রী মোছাঃ মাছুরা খাতুন এই অভিযোগ করেন। গত ২৭ জুলাই বেলা সাড়ে ৩টার দিকে আমজেদ, তার ছেলে ফারুক ও মামুন হোসেন ধারালো দা এবং লাঠি সোটা নিয়ে বাড়িতে ঢুকে আমার স্বামীর উপর হামলা করে। এসময় হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে আমার স্বামীর মাথায় আঘাত করে আমজেদ। আমার মেয়ে ও আমি স্বামীকে রক্ষা করতে গেলে আমাদেরও মারপিট করে একটি ঘরে আটকে রাখে। আমজেদের দায়ের কোপে রক্তাক্ত জখম হয়ে আমার স্বামী ছটফট করলেও তাকে হাসপাতালে নিয়ে যেতে দেয়নি। পরে ৯৯৯ ফোন দিলে কলারোয়া থানা পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এবিষয়ে কলারোয়া থানায় একটি জিআর মামলা হয়( নং-৩১/২৮২)। 8,475,762 total views, 490 views today |
|
|
|