আগস্ট ৫, ২০২১
আশাশুনিতে ৩৩৩ নম্বর ফোনের খাদ্য সামগ্রী বিতরণ
আহসান উল্লাহ বাবলু, আশাশুনি: আশাশুনিতে ৩৩৩ নাম্বারে ফোন পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মীহীন হয়ে পড়া ৪ পরিবারের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার তেল ও ২ কেজি পেঁয়াজ। খাদ্য সামগ্রী বিতরণ কালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএ মোস্তাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসেইন খাঁন বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় ৩৩৩ নম্বরে যারা ফোন করেছেন তাদের তথ্য যাচাই-বাছাই করে প্রত্যন্ত অঞ্চলেও খাবার পৌঁছে দেয়া হবে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজ্যেশ্বর দাস, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন। 8,879,924 total views, 7,872 views today |
|
|
|