আগস্ট ৮, ২০২১
আমরা বন্ধু ফাউন্ডেশন’র উদ্যোগে ফাহিমের পরিবার পেল ফলের দোকান
ফারুক হোসাইন রাজ, কলারোয়া : হার্ড ও কিডনি বিকল হয়ে বাবার মৃত্যুর পরে ভ্যান চালিয়ে সংসারের খরচ যোগানো সাতক্ষীরা কলারোয়ার শিশু ফাহিমের পরিবারকে ভ্রাম্যমাণ ফলের দোকান উপহার দিল ‘আমরা বন্ধু ফাউন্ডেশন, সাতক্ষীরা। রবিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার কলাগাছি মোড় জুরমত আলীর গ্যারেজে আনুষ্ঠানিক ভাবে ‘আমরা বন্ধু ফাউন্ডেশন’ এর কলারোয়া উপজেলা টিমের সমন্বয়কারী ফারুক হোসাইন রাজের তত্ত¡াবধানে উপহারের ভ্রাম্যমাণ ফলের দোকানটি ফাহিমের মা নারগিস সুলতানার নিকট হস্তান্তর করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপহারের ফলের দোকানটি পেয়ে ফাহিমের মা নারগিস সুলতানা বলেন, অর্থের অভাবে ভালো চিকিৎসা না পেয়ে স্বামীর মৃত্যু হয়। পরে ছোট্ট শিশুকে নিয়ে পরিবারে দ্বিতীয় আয়ের কোন ব্যক্তি না থাকায় খুব অসহায়ত্বে দিন কাটাচ্ছিলাম। এ সময় পাশে এসে দাঁড়ালো ‘আমরা বন্ধু ফাউন্ডেশন’। কয়েকবার চাল, ডাল, তেল, সবজি নতুন পোশাক সহ বিভিন্ন উপহার পেয়েছি কিন্তু সংগঠনের পক্ষ আজ পরিবারের আর্থিক সংকট মেটানোর জন্য এত বড় একটা (ভ্রাম্যমাণ ফলের দোকান) উপহার পাবো আমরা কখনো ভাবিনি। এসময় তিনি চোখের পানি ফেলে আরও বলেন, ফাহিমের আর রাস্তায় ভ্যান চালাতে হবে না। এখন অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারবো। চিরদিন দোয়া করি সংগঠনের প্রত্যেককেই আল্লাহ যেন ভালো রাখেন। অসহায়ত্বের পাশে দাঁড়ানোর সুযোগ দেন। শশু ফাহিম হোসেন বলেন, রাস্তায় ভ্যান চালাতে গিয়ে খুব কষ্ট পেয়েছি এখন আর ভ্যান চালাতে হবে না। আমি আবার আগের মত লেখা পড়া করতে পারব। অসুস্থ মা’কে নিয়ে আর দুঃশ্চিন্তা করতে হবে না ফলের দোকান পেয়ে অনেক খুশি। উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, মানুষ মানুষের জন্য তার দৃষ্ঠান্ত স্থাপন করেছেন ‘আমরা বন্ধু ফাউন্ডেশন, সাতক্ষীরা। অবিভাবক হারানো পরিবারটিকে আর্থিক স্বচ্ছলতা রাখার জন্য ফলের দোকান করে দেওয়া এক মহতী উদ্যোগ। সংগঠনের সকল কেই স্যালুট জানান তিনি এবং এই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। আমরা বন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সদস্য ফাহাদ হোসেন বলেন, রাস্তায় ভ্যান চালানের সময় শিশু ফাহিম ‘আমরাবন্ধু ফাউন্ডেশন’ এর নজরে আসে। তার অসুস্থ বাবা বেঁচে থাকা অবস্থায় পরিবারটির খোঁজ নিয়ে বিভিন্ন সময়ে সহায়তা করা হয়। চলতি বছর রমজান মাসে বাবা মারা যাওয়ায় ফাহিমের পরিবারটির আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়ে। ফাহিমের লেখা পড়ার খরচ নির্বাহ করতে ও তার পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য একটি ভ্রাম্যমাণ ফলের দোকান ও বিক্রির ফল উপহার দেয়া হয়েছে। পাশাপাশি ফাহিমের মা’এর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূরে আলমের সহায়তায় বিধবা ও চিকিৎসা ভাতা কার্ডের ব্যবস্থা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, আমরা বন্ধু ফাউন্ডেশনের সাতক্ষীরার সিনিয়র সদস্য আব্দুল কাদের এছাড়াও উপস্থিত ছিলেন সোহাগ হোসেন, রজু আহমেদ, জাহাঙ্গীর হোসেন, রাব্বি, গ্যারেজ মালিক জুরমত আলী প্রমূখ। 8,455,100 total views, 2,696 views today |
|
|
|