আগস্ট ২৩, ২০২১
অন্যকে ফাঁসাতে গিয়ে ইয়াবা সহ নিজেই ধরা
নিজস্ব প্রতিনিধি : অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ইয়াবা সহ ধরা খেলেন কলারোয়ার কেড়াগাঁছির জুয়েল নামের এক যুবক। সোমবার রাতে সাতক্ষীরার গোয়েন্দা পুলিশ তাকে ৮৫ পিস ইয়াবা সহ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে। জানা গেছে, জুয়েল নামের এই যুবক কেড়াগাঁছির চা দোকানি আলিউজ্জামানকে ফাঁসাতে তার দোকানের পাশে ইটের নিচে ৮৫ পিস ইয়াবা রেখে দেয়। সে এ খবর পুলিশকে দিলে গোয়েন্দা পুলিশের একটি দল ইটের নিচ থেকে ইয়াবা জব্দ ও চা দোকানি আলিউজ্জামানকে আটক করে। তবে গ্রামবাসী পুলিশকে জানায়, আলিউজ্জামান এ ঘটনার সাথে জড়িত নয়। তাকে মিথ্যা তথ্য দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। গোয়েন্দা পুলিশ এসময় ইয়াবার সন্ধানদাতা জুয়েলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জুয়েল অকপটে স্বীকার করে কেড়াগাঁছির ঘাটমালিক আজারুল ও আসগর আলী তার কাছে এই ইয়াবা দিয়েছে আলিউজ্জামানকে ফাঁসিয়ে কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্য। 8,452,270 total views, 13,533 views today |
|
|
|