জুলাই ২৩, ২০২১
কলারোয়া লাঙ্গলঝাড়ায় ফের ভেঙে পড়েছে আশ্রয়ণ প্রকল্পের আরো একটি ঘর
রাজু রায়হান,লাঙ্গলজাড়া (কলারোয়া) প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপি গ্রামে মঙ্গলবার (২০ জুলাই) প্রধানমন্ত্রীর দেওয়া মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্পের ঝুঁকিপূর্ণ আরো একটি ঘর ভেঙে পড়েছে। ঝুঁকি এড়াতে ঘরটি অন্যত্র স্থানান্তর করা হয়েছে। অল্প দিনের মধ্যেই ঘর গুলো একে এক ধসে পড়ছে। ইতোমধ্যে ৮ টি ঘর অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এর আগে গত ৩ জুলাই পুকুরে ধসে পড়া ৭টি ঘর স্থানান্তর করা হয়েছিল। ১৩ ঘরের মধ্যে যে ৬টি ঘর ছিলো তার মধ্যে পূর্ব পাশে একটি ঘরের দেয়ালসহ ভিতে আকস্মিক ফাটল দেখা দেয় । আর সেই কারণে নতুন করে আরও একটি ঘর ভেঙে ফেলা হয়েছে। অন্যদিকে যে ৫টি ঘর আছে সেগুলোর নির্মাণে ত্রæটি পূর্ণ হওয়ায় ভিত দুর্বল হয়ে পড়ে। ওই ঘর গুলোর মেজে নতুন করে আবার সংস্কার করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটি নিশ্চিত করে বলেন যে, তৈলকুপি গ্রামের ১৩ টি আশ্রয়ণ প্রকল্পের ঘরের ভিতরে ৭ টি ঘর ধসে পড়ার আশঙ্কার জন্য এমপি মহোদয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে কয়েক দিন আগে ঘর গুলো ভাঙ্গা হয়েছে। কিন্তু পূর্ব পাশে আবারও একটি ঘরে ফাটল দেখা দেয়, সে কারণে এই ঘরটিও আজ ভেঙে ফেলা হয়েছে। তবে এই ঘরটিও সবার কাছে থেকে অনুমতি নিয়েই ভাঙ্গা হয়েছে। আর এই ৮টি ঘরই সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালিত গ্রামে স্থানান্তর করা হচ্ছে। 8,608,309 total views, 16,188 views today |
|
|
|