জুলাই ৭, ২০২১
করোনাকালীন সময়ে জীবন ও জীবিকার সমন্বয় ঘটিয়ে সকলকে কাজ করতে হবে-এমপি রবি
মাহফিজুল ইসলাম আককাজ: ‘দেশের মানুষের সাথে আমরা আছি পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেডের এর পক্ষ থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চারটি হাই ফ্লো নাসাল ক্যানোলা মেশিন হস্তান্তর করা হয়েছে। বুধবার (০৭ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে উক্ত ক্যানোলা মেশিন সামেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “করোনাকালীন সময়ে জীবন ও জীবিকার সমন্বয় ঘটিয়ে সকলকে কাজ করতে হবে। মহান আল্লাহর ইচ্ছায় সাহসীকতার সাথে করোনা প্রতিরোধ করতে হবে। বাংলাদেশেনর মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল করোনাকালীন সময়ে সব চেয়ে ভাল ও উন্নতমানের সেবা দিয়েছে। সেজন্য মেডিকেল কলেজের ডাক্তাররা নিজেদের জীবনের ঝুকি নিয়ে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। এই সাতক্ষীরা মেডিকেল কলেজের ২৬ জন ডাক্তারকে বদলী করা হয়েছিল। অনেক কষ্টে সেই বদলী স্থগিত করা হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ গ্রæপ বরাবরই জনগন ও সরকারের পাশে থেকে কাজ করছে। এ দেশের মানুষের জীবনমান উন্নয়নে আকিজ গ্রæপের ভুমিকা সত্যিই প্রশংসার দাবীদার। করোনার এই সংকটময় মুহুর্তে সাতক্ষীরাবাসীর পাশে দাড়িয়ে প্রতিষ্ঠানটি যে মহান উদ্যোগ নিয়েছে তা সত্যিই অতুলনীয়।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, আকিজ বেকার্স লিমিটেডের ঢাকা অফিসের কর্মকর্তা ইব্রাহিম হোসেন, ডিভিশনাল সেলস ম্যানেজার রাসেল মাহমুদ, সাতক্ষীরার এরিয়া সেলস ম্যানেজার শাহিনুর রহমান প্রমুখ। 8,412,339 total views, 492 views today |
|
|
|