জুলাই ১৬, ২০২১
শ্যামনগরে শিশু হত্যা মামলার আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর থেকে ২৮ দিনের শিশু হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। শুক্রবার দুপুরে শ্যামনগর উপজেলার যতিন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাতক আসামির নাম মোঃ আজাদ আলী গাজী (৪৫)। তিনি ওই গ্রামের মৃত. জব্বার গাজীর ছেলে। র্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিধানিক দল শ্যামনগর উপজেলার যতিন্দ্রনগর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে শিশু হত্যা মামলার প্রধান আসামি আজাদ গাজীকে গ্রেফতার করা হয়। তিনি জানান, গত ১২ জুলাই বিকালে গ্রেপ্তারকৃত আজাদ গাজী পারিবারিক কলহের জেরে প্রতিবেশী যতিন্দ্রনগর গ্রামের আমিনুর রহমানের ২৮ দিনের কন্যা শিশু সুমাইয়া সুলতানাকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত শিশুর মা আফরোজা খাতুন গত ১৪ জুলাই শ্যামনগর থানায় আজাদ আলী গাজীকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে এ মামলার প্রধান আসামি আজাদ আলী গাজীকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। 8,637,465 total views, 2,464 views today |
|
|
|