সুপ্রভাত সাতক্ষীরা আজ চতুর্থ বর্ষে পদার্পণ করছে। আমরা পেছনে ফেলে এসেছি তিনটি বছর। অথচ এই এক তিন বছর সময়ের মধ্যে অনেক চড়াই উৎরাই পেরোতে হয়েছে। সুখ-দুঃখ, আনন্দ-বেদনার মধ্য দিয়ে কাটিয়ে এসেছি বিগত বছর গুলো।
গত বছরের মার্চ থেকে করোনা মহামারি শুরু হলে একের পর এক লকডাউনের মধ্যেও আমরা নিয়মিত পত্রিকা প্রকাশ করেছি । আমাদের কর্মীদের সকলেই করোনা আক্রান্ত হয়েছেন। তবে আমরা মানসিকভাবে দুর্বল হয়নি, আমাদের গতিও থামেনি। সেই সময় আমরা সল্প লোকবল দিয়ে পত্রিকার প্রকাশনা অব্যহত রেখেছি। সুধীজনদের উৎসাহ-অনুপ্রেরণায় সেই সময় কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি।
প্রকাশনার তিন বছরে গণতান্ত্রিক আন্দোলন, নানা পেশাজীবীদের দাবি দাওয়ার, প্রাকৃতিক দুর্যোগ, জেলার বিভিন্ন সংকট ও সমস্যার কথা তুলে ধরে আমরা পাঠক প্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছি। পাঠক, বিজ্ঞাপনদাতা, হকার্স, এজেন্ট এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিরা আমাদের বল ভরসা। দেশপ্রেমিক মানুষ আমাদের শুভাকাঙ্খী। আমাদের চলার পথের সাথী হয়েছে। পত্রিকার জনপ্রিয়তার পেছনে সফলতার দাবিদার সুপ্রভাত সাতক্ষীরা পরিবারের সকল সদস্যের। তাদের ত্যাগ, শ্রম ও মেধার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।
আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ ক্ষণে আমাদের শুভাকাঙ্খীদের আন্তরিক অভিনন্দন জানাই। প্রতিষ্ঠা বার্ষিকীর এই মহেন্দ্রক্ষণে আমাদের প্রত্যাশা আগামীর দিনগুলোর চলার পথ শুভ হোক। সাতক্ষীরার গণমানুষের প্রত্যাশা পূরণে আমরা যেন অবিচল থাকতে পারি। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমরা সব সময় পাশে থাকবো প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিনে আমাদের এ প্রতিশ্রুতি।
আমরা সত্য প্রকাশে পাঠককে পাশে চাই। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমরা সহযাত্রী হতে চাই। শুভ হোক আমাদের জন্মদিন। আমাদের প্রত্যাশা সবার জীবন সুন্দর হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, বসবাস যোগ্য পৃথিবী গড়ে উঠুক, হিংসা বিদ্বেষ বন্ধ হোক, করোনামুক্ত হোক পৃথিবী। সুখী সমৃদ্ধিশালী শোষণমুক্ত সমাজ আমাদের প্রত্যাশা।
শামীম পারভেজ
নির্বাহী সম্পাদক, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা।