জুলাই ২৮, ২০২১
মায়ের কাছে ফিরে আসছে ৬ বছর আগে হারিয়ে যাওয়া আশাশুনির সাঈদ
আশাশুনি প্রতিনিধি: ৬ বছর আগে ঢাকা থেকে হারিয়ে যাওয়া ছেলেকে আশাশুনি থেকে ফিরে পেতে যাচ্ছেন অভাগীনি মা। হারিয়ে যাওয়া আবু সাঈদ (১৪) বর্তমানে বিভাগীয় এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আশাশুনিতে রয়েছে। একদিন পুলিশ তাকে উঠিয়ে নিয়ে আদালতে সোপর্দ করে। মা এঘটনা জানতে পারেনি। পুত্র হারানোর যন্ত্রণা বুকে নিয়ে মা আশপাশে খোঁজাখুজি ও কখন বাচ্চা ফিরে আসবে সে আশায় অশ্রæ বিসর্জন দিতে থাকে। কিন্তু না আর ফিরে আসেনি। এদিকে ৩ মাস পর সেন্ট্রাল জেল থেকে ছাড়া পায় সাঈদ। কিন্তু মাকে আর খুঁজে পায়নি সে। আবারও সে পথশিশু হিসাবে বেড়ে উঠতে থাকে। কিছুদিন পর আবারও পুলিশ তাকে পথ থেকে তুলে নিয়ে শেষমেষ নারায়নগঞ্জ এতিমখানায় ঠাঁই করে দেয়। নারায়নগঞ্জে তার জীবন ছিল দীর্ঘস্থায়ী। সেখান থেকে মাত্র দেড় মাস আগে তাকে সাতক্ষীরা জেলার আশাশুনিতে অবস্থিত বিভাগীয় এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়। ৬ বছর আগে ৯ বছর বয়সে ঢাকা থেকে মায়ের কাছ থেকে হারিয়ে গিয়েছিল আবু সাঈদ । মা ছিল একজন গার্মেন্টস কর্মী। মা অনেক খুঁজেও হারানো ছেলেকে পায়নি সেদিন। আবু সাঈদ সবাইকে দেখে চিনে ফেলে এবং তার মা-নানী-মামা তাকে দেখে চিনতে পারে। মুহূর্তেই অপরপ্রান্তে (বাড়িতে) খুশির কান্নার রোল পড়ে যায়। তারা জানায় বৃহস্পতিবারই তারা আশাশুনিতে আসছে তাদের পুত্রকে নেওয়ার জন্য। এদিকে ৬ বছর পর বাড়িতে মা-নানী-মামাদের কাছে ফেরার আনন্দে আশাশুনির এতিমখানায় খুশিতে অশ্রæ ঝরাচ্ছে সাঈদ। 8,891,338 total views, 2,231 views today |
|
|
|