Site icon suprovatsatkhira.com

বুধহাটায় ফ্রি অক্সিজেন ব্যাংক উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় করোনা রোগিদের জন্য জরুরী প্রয়োজনে অক্সিজেন ব্যবস্থা করার লক্ষ্যে ফ্রি অক্সিজেন ব্যাংক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ জুলাই) বিকাল ৪ টায় বুধহাটা আছাফুর আর্মি জিম সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অবঃ সেনা সদস্য শেখ আছাফুর রহমান বর্তমান করোনা মহামারীর চরম বিপর্যস্ত পরিস্থিতির মুখে মানুষের পাশে থাকতে ফ্রি অক্সিজেন সরবরাহ কার্যক্রম শুরু করেছেন।

এলাকার কেউ করোনা আক্রান্ত হয়ে শ্বাস প্রশাসের সমস্যায় পড়লে তিনি সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে প্রস্তুতি গ্রহণ করেছেন। এজন্য অক্সিজেন ব্যবহার করতে প্রশিক্ষণ প্রাপ্ত একজন গ্রাম ডাক্তার (আঃ সালাম) ও একজন প্রশিক্ষিত মহিলা (ঝর্না খাতুন) কে নিয়োগ দিয়েছেন। শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিলে জিম সেন্টারের (অক্সিজেন ব্যাংকের) স্বত্ত¡াধিকারী শেখ আছাফুর রহমানের ০১৭১৪৬৭২৯৯৭ নম্বরে কল করলেই অক্সিজেন পৌঁছে যাবে কাঙ্খিত স্থানে।

এছাড়া করোনা আক্রান্ত রোগীদের মোবাইল ফোনে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করবেন, অক্সিজেন ব্যাংকের অন্যতম পরিচালক ডাঃ সোহানা রহমান। বুধহাটার আশীর্বাদ ফ্রি অক্সিজেন ব্যাংক উদ্বোধন করেন প্রধান অতিথি বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক।

শেখ আছাফুর রহমান (আর্মি অবঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বুধহাটা বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদ, সেক্রেটারী ফারুক হোসেন ঢালী, বুধহাটা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক চন্দন দেবনাথ, অভিলাষ সরকার, ছবেদ সরদার, রুবেল হোসেন, শেখ শাওন, আব্দুল গফুর, ছবেদ সরদার, সমিরণ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version