জুলাই ১৪, ২০২১
বালিয়াডাঙ্গা বাজারের রাস্তা সংস্কারের উদ্বোধন
লাঙ্গলঝাড়া (কলারোয়া) প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়া উপজেলার কেঁড়াগাছী ইউনিয়নের প্রাণ কেন্দ্র হল বালিয়াডাঙ্গা বাজার। আর এই বালিয়াডাঙ্গা বাজারের দীর্ঘদিন ধরে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছিল।একটু বৃষ্টি হলে এই মেইন রাস্তা দিয়ে চলাচল করতে জনগণ হিমশিম খাচ্ছি। জনসাধারণের কথা চিন্তা করে বৃহস্পতিবার (১৪জুলাই) সকাল ৯ টার সময় নিজ উদ্যোগে মেইন রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন কেঁড়াগাছী ইউনিয়ন পরিষদের সুযোগ চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল। উদ্বোধন শেষে বাজারের ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মাঝে মাক্স বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার শাহিনুর রহমান,দফাদার ইসাক,সীমান্ত রিপোর্টাস ক্লাবের সভাপতি মেহেদী নেওজ, তাহের হোসেন,আলমগীর হোসেন, আরসাদ হোসেন সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ। চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল বলেন,কেঁড়াগাছী ইউনিয়নের প্রাণ কেন্দ্র হল বালিয়াডাঙ্গা বাজার।এই বাজারের মেইন রাস্তা নষ্ট হয়ে যাওয়ার ফলে দীর্ঘদিন ধরে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হলেয় বাজারের দোকানদার,ক্রেতা-বিক্রতাসহ পথ চালীতরা প্রতিনিয়ত ভুগানতি তে পরছিল তাই জনসাধারণে কথা চিন্তা করে নিজ উদ্যোগে আজ মেইন রাস্তা সংস্কারের কাজ শুরু করলাম।
8,608,088 total views, 15,967 views today |
|
|
|