Site icon suprovatsatkhira.com

দেবহাটায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মাঝে প্রধান মন্ত্রীর প্রণোদনা ঋণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: করনাকালীন ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মাঝে প্রধান মন্ত্রীর প্রণোদনা (এসএমই) ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে অনলাইন জুমের মাধ্যমে সারাদেশে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সারাদেশে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য। সংযুক্ত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব রেজাউল আহসান, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ড।

এছাড়া দেবহাটা থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, পল্লী উন্নয়ন সাতক্ষীরার উপ- পরিচালক আব্দুল আলিম, দেবহাটা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জিএম আব্দুস সালাম, বিআডিবি’র সভাপতি জাকির হোসেন, জুনিয়র অফিসার মাহবুবুর রহমান। এসময় দেবহাটার ৩ জন ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা হাফিজুর রহমান, সুনীল আচার্য্য, আকবর আলী উপস্থিত থেকে করোনাকালীন সমস্যার কথা তুলে ধরেন।

একই সাথে ঋণের অর্থ কিভাবে ব্যায় করবেন সেটিও আলোচনা করেন উদ্যোক্তারা। উল্লেখ্য যে, প্রধান মন্ত্রী শেখ হাসিনার এই প্রণোদনার আওতায় সাতক্ষীরা জেলায় ৩ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। যার মধ্যে দেবহাটায় ৩৬ লাখ ৪০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এই প্রকল্পের সুবিধাভোগীদেরকে ৪% মুনাফায় ১৮ কিস্থিতে ২ বছর মেয়াদী এ প্রণোদনা ঋণ প্রদান করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version