Site icon suprovatsatkhira.com

গাবুরায় জেলে ও বাওয়ালিরা ৫ দফা দাবিতে মানববন্ধন

হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ৫ দফা দাবিতে জেলে বাওয়ালিদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁদনীমুখা ইউনিয়ন পরিষদ চত্বরে (১৮ জুলাই) রবিবার সকাল ১০টায় গাবুরা ইউনিয়ন যুব ফোরামের আয়োজনে এই মানববন্ধনটি হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাবুরা যুব ফোরাম এর আহŸায়ক মোঃ ইয়াসিন আরাফাত তিনি বলেন গাবুরার ৮০% মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল ও জীবন যাপন করেন। সুন্দরবন পাস পারমিট বন্ধ থাকার কারণে খেয়ে ও নাখেয়ে দিনপান করতে হচ্ছে ।

সবাই যখন ঈদের কেনাকাটা নিয়ে ব্যাস্ত ঠিক তখন এই মানুষগুলো সরকারের দিকে চেয়ে বসে আসে কখন সুন্দরবন পাশ চালুকরে দেব কখন তারা পেট ভরে খাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে অনুরোধ করেন সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা থাকায় এখান কার জেলে বওয়ালিরা কর্মহীন হয়ে পড়েছে ফলে অধিকাংশ জেলে বাওয়ালিরা মানবতার জীবন যাপন করছেন। জেলে পচাব্দী গাজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের পাঁচটি দাবি, সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, সুন্দরবনে অবস্থানের মেয়াদ বাড়াতে হবে, খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীতে মাছ ধরার অনুমতি দিতে হবে, সরকারি অনুদান আরো বাড়াতে হবে ও প্রশাসনকে আরও মানবিক হতে হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version