কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়নে গত কয়েক দিনে বিভিন্ন জায়গায় চুরি হয়। উত্তর রঘুনাথপুর গ্রামে হযরত আলী পিতা আব্বাস সানা তার কুরবানী করার জন্য ছাগল ক্রয় করে রাতে ঘরে রাখে চোরে চুরি করে ছাগল জবাই করে নিয়ে যায়, আজিজুল ইসলাম পিতা রফিকুল ইসলাম মোটর ভ্যান চুরি হয়, শংকরপুর গ্রামে শামছুর তরফদার পিতা মৃত্যু গোলাপ তরফদার, গ্রিল কেটে মোটরসাইকেল বাহির করে কি কারণে হাফ কিঃমিঃ দুরে রেখে যায়, ইয়াছিন তরফদার ছেলে বিল্লাল তরফদার ইজিবাইকের ব্যাটারি সহ সাইকেল চুরি হয়, শফিকুল ইসলাম পিতা আব্দুল হাকিম সাইকেল চুরি হয়, আশরাফ তরফদার পিতা মৃত্যু দুল্লাভ তরফদার বাড়ির গ্রিল কেটে ভিতরে প্রবেশ করার পর বুঝতে পারাই চলে যায়, আনোয়ার তরফদার বাড়িতে পর পর দুইদিন চোর আসে কিন্তু বুঝতে পারাই তাড়া খেয়ে চলে যায়, শাহাপুর গ্রামে ফারুক পিতা লিয়াকত তার মোটর ভ্যানের ব্যাটারি খুলে নিয়ে যায়, রেজাউল চায়ের দোকানদার শুশুর মোকছেদ মোল্লা তার ঘর থেকে সাইকেল চুরি হয়। তাছাড়া বাগদার ঘেরে প্রায় সময় বাগদা চুরি হয় প্রতিনয়ত। এ ব্যাপারে কৃষ্ণনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন আমরা ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি।
কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়নে চুরির মহা উৎসব
https://www.facebook.com/dailysuprovatsatkhira/