জুলাই ২৩, ২০২১
কালিগঞ্জে মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ তবে মূলহোতা পলাতক
শেখ শাওন আহমেদ সোহাগ: সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মানব পাচার সিন্ডিকেটের সক্রিয় সদস্য আবুল কাশেম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। তবে এই চক্রের মূূলহোতা মনিরুল ইসলাম রনিকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত ওই আসামি দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের মাঝের পাড়া গ্রামের আবু সানার ছেলে। থানা সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের গাইন পাড়া গ্রামের ১৯ বছর বয়সী এক যুবতীর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে নারায়ণপুর গ্রামের খোদা-বক্স’র ছেলে মনিরুল ইসলাম ওরফে রনি (৩৫) নামের এক ব্যক্তি। এরপর ওই যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে দেবহাটার কুলিয়া এলাকার জনৈক রবিউলের বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ১০ টার দিকে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে। এরপর ওই ভিকটিমের তথ্য অনুযায়ী দিবাগত রাত ২ টার দিকে কালিগঞ্জের মাঘুরালি এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার চক্রের সদস্য কাশেমকে আটক করে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বেলা ১২ টার দিকে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া এই চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। 8,411,772 total views, 10,191 views today |
|
|
|