Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ জুয়াড়ির কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জুয়াড়ির কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ড প্রাপ্তদের ৭ দিনের বিনাশ্রম দÐ প্রদানের আদেশ হওয়ার পর তাদেরকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। সাজাপ্রাপ্ত জুয়াড়িরা হলেন উপজেলার রতনপুর উপজেলার শিবপুর গ্রামের ফণীভূষণ মিস্ত্রির ছেলে শচীন মিস্ত্রি (৪০) একই গ্রামের আবুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন (৩০) এবং গোলাম রব্বানীর ছেলে জাহাঙ্গীর আলম(২৫)।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মাদ গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫ টার দিকে শিবপুর গ্রামের মনিরের মৎস্য ঘেরের বাসায় থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। ওই সময়ে ৩ জুয়াড়িকে আটকসহ তাস, নগদ টাকা জব্দ করা হয়। পরে আটককৃত জুয়াড়িদের সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদÐ প্রদান করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version