নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বজ্রপাত সহিষ্ণু দু’শতাধিক তালের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলা প্রশাসের উদ্যোগে পাওখালি থেকে মৌতলা পর্যন্ত রাস্তার দু’পাশে এ চারা রোপণের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান উপস্থিত থেকে এ চারা রোপণের উদ্বোধন করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, বজ্রপাতের মত প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে দেশব্যাপি ১০ লক্ষ তালগাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে পাওখালি থেকে মৌতলা পর্যন্ত দুই শতাধিক তালের চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছি আমরা। বিশেষজ্ঞদের মতে উঁচু গাছেই বজ্রপাত হয়। উঁচু গাছ থাকলে এলাকায় বজ্রপাতে প্রাণহানি লাঘব হয়।
বজ্রপাতে মৃত্যু ঠেকানোর জন্য তাল গাছই সবচেয়ে কার্যকর।
এ কর্মসূচি চলমান থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, তালগাছ থেকে ঘর নির্মাণের মূল্যবান কাঠ ও জ্বালানি পাওয়া যায়। এ গাছ রস ছাড়াও কাঁচা ও পাকা সুস্বাদু ফল দিয়ে থাকে। এখন থেকে নতুন কোন রাস্তা নির্মাণ হলে সঙ্গে তালের চারা রোপন করা হবে বলে জানান তিনি।