জুলাই ২৬, ২০২১
কালিগঞ্জে প্রভাবশালী মনুর খেয়ালীপনায় বিদ্যুৎস্পৃষ্টে ঘের কর্মচারির মৃত্যু
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে মৎস্যঘেরে বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান (৪২) নামে ঘের কর্মচারির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া এলাকার আবুল হোসেন গাজীর ছেলে। নিহতের ছোট ভাই নাজমুল ইসলাম (৩০) জানান, তার ভাই (মিজান) উপজেলার পিরোজপুর এলাকার জনৈক মন্টু ঢালির মৎস্যঘেরে কর্মচারি হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (২৬ জুলাই) বেলা ৪ টার দিকে বড় ভাই মিজানুর রহমান বৈদ্যুৎতিক মোটরে ঘেরে পানি উঠানোর সময় বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক সিয়াবুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন। সরেজমিন ওই ঘেরে যেয়ে দেখা যায়, মেইন লাইনের খুঁটি থেকে অনুমান ৫শ’ ফুটের অধিক দূরে কোন প্রকার খুঁটি ছাড়া তার ঝুলিয়ে ঘেরের বাসায় বৈদ্যুৎতিক সংযোগ নিয়েছেন ঘেরমালিক মনু ঢালি। এছাড়া ঘেরের চারিপাশে ছড়ানো ছিটানো বৈদ্যুৎতিক তার। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, ঘেরমালিক মনু প্রভাবশালী হওয়ায় তিনি কোন প্রকার নিয়ম নিতির তোয়াক্কা না করে বিদ্যুৎসংযোগ ব্যবহার করে আসছে। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। 8,642,296 total views, 7,295 views today |
|
|
|