জুলাই ১৫, ২০২১
কলারোয়া মডেল হাইস্কুলের চার তলা ভবনের ছাদ ঢালাই উদ্বোধন
কলারোয়া প্রতিনিধি: তালা-কলারোয়া সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ’র সুপারিশে ‘তিন হাজার বেসরকারি স্কুল উন্নয়ন শীর্ষক প্রকল্প’ বরাদ্দকৃত ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় সাতক্ষীরার কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নব- নির্মিত চার তলা ভবনের প্রথম ছাদ ঢালাই কাজের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টার দিকে ওই ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ও প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। এ সময় তিনি বলেন, তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ’র সুপারিশে ‘তিন হাজার বেসরকারি স্কুল উন্নয়ন শীর্ষক প্রকল্পের’ বরাদ্দকৃত ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় নব নির্মিত ৪ তলা ভবনের প্রথম ছাদ ঢালাইয়ের কার্যক্রম শুরু হয়েছে। ধর্মীয় শিক্ষক মাওলানা কামরুজ্জামানের দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রধান শিক্ষক রুহুল আমিন, পৌর কাউন্সিলর জিএম শফিকুল ইসলাম, সাতক্ষীরার উপ সহকারী প্রকৌশলী শেখ আশিকুর রহমান, স্কুল পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য সাবেক অধ্যক্ষ ইউনুছ আলী, সমাজ সেবক রমজান আলী, শিক্ষক মোস্তফা বাকি বিল্লাহ শাহী, হাবিবুল ইসলাম, জেহের আলী প্রমুখ। 8,608,318 total views, 16,197 views today |
|
|
|