জুলাই ৩, ২০২১
কলারোয়ায় করোনা রোগীর আত্মহত্যা
কলারোয়া প্রতিনিধি: করোনা সরাতে অনেক টাকা খরচ। খরচের এই টাকা সামলাতে না পারার ভয়ে আত্মহননের পথ বেছে নিলেন এক রোগী। মর্মান্তিক এ ঘটনাটি গতকাল শনিবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে ঘটে। আত্মহননকারী ব্যক্তির নাম আজগর আলী (৬০)। তিনি ইলিশপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে। শনিবার ভোরে নিজ বাড়ির পাশের একটি আমগাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী জানান, আজগর আলি গত ১৪ দিন আগে করোনায় আক্রন্ত হন। পরে তিনি কোন হাসপাতালে ভর্তি না হয়ে নিজ বড়িতে চিকিৎসা গ্রহণ করছিলেন। শনিবার ভোরে তিনি বাড়ির পাশে আম গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। নিহতের ছেলে মামুন ইসলাম জানান, তার বাবা এলাকার একটি ইটভাটায় শ্রমিক ম্যানেজর হিসেবে কর্মরত ছিলো। দায় দেনা থাকায় মাঝে মধ্যে আত্মহত্যা করার কথা বলত। গত ১৪ দিন আগে তার বাবা করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা বাবদ ৭০ থেকে ৮০ হাজা টাকা খরচ হয়ে গেছে। সামনে আরো অনেক টাকা খরচ হবে এনিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। আর্থিক সংকট ও হতাশা থেকে তিনি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে তার ধারণা। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত কারি কর্মকর্তা কলারোয়ার থানার এস আই রেজাউল ইসলাম জানান, আজগার আলি আত্মহত্যা করেছে। এর আগে তিনি একটি চিরকুট লিখে কাছে রাখেন। চিরকুটে তিনি লিখেছেন করোনা রোগীর চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ হচ্ছে। খরচের এই টাকা তিনি সামলাতে পারছেন না। এ জন্য তিনি এ পথ বেছে নিয়েছেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খাইরুল কবীর আত্মহননরে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (নং-২২। তাং-৩/৭/২১) রেকর্ড করা হয়েছে। 8,608,138 total views, 16,017 views today |
|
|
|