নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছে নবাগত সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রিয় কমল চাকমা। বুধবার (১৪ জুলাই) দুপুরে শহরের মুনজিতপুর ইসু মিয়া সড়কের মীর মহলে সদর এমপির কার্যালয়ে তিনি সৌজন্য সাক্ষাত করেন এবং সদর এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা জানান।
নবাগত সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রিয় কমল চাকমা খুলনার এসি ফুড হিসাবে কর্মরত ছিলেন। তিনি গত ২১/০৬/২০২১ তারিখে খুলনা থেকে সাতক্ষীরাতে ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসাবে যোগদান করেন। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবুসহ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।