জুলাই ১১, ২০২১
আর্ত মানবতার সেবায় কলারোয়ার শেখ আবিরের নক্ষত্র ফাউন্ডেশন
কলারোয়া প্রতিনিধি: কলারোয়াতে যাত্রা করেছে নক্ষত্র ফাউন্ডেশন। কলারোয়ার উদীয়মান তরুণ শেখ আবির আহম্মেদ ও মোঃ একরামুল ইসলামের উদ্যোগে গত ০১লা জুলাই ২০২১ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে সংগঠনটি । সংগঠনের প্রথম কার্যক্রম হিসেবে শুরু করেছে অসাধারণ একটি সেবা, যার নাম হ্যালো নক্ষত্র হেল্প লাইন”। কলারোয়া পৌরসভার ভিতরে কোনো অসহায়-অসুস্থ মানুষ (যারা রোগে ভুগছে) নক্ষত্র ফাউন্ডেশনের হেল্প লাইনে ফোন দিয়ে তাদের সমস্যার কথা জানালেই, তার বাড়িতে বিনামূল্যে পৌছে যাচ্ছে ঔষধ সামগ্রী। এমনই একটি বিবৃতি প্রকাশ করেছে নক্ষত্র ফাউন্ডেশন। নক্ষত্র ফাউন্ডেশনের হেল্প লাইন (শেখ আবির আহম্মেদ ০১৬৫০-১২২৭৪৬ অথবা ০১৭১০-০২৯৭৯৮) এই হেল্প লাইনে যোগাযোগ করলেই বাড়িতে পৌছে যাবে হেল্প বা সেবা। শেখ আবির এর নেতৃত্বে নক্ষত্র ফাউন্ডেশনের একটি টিম ভুক্তভোগীর বাড়িতে যত দ্রæত সম্ভবত বিনামূল্যে ঔষধ সামগ্রী নিয়ে পৌছে যাচ্ছে। স্ব-শরীরে সামনে থেকে এই কার্যক্রমটির নেতৃত্ব দিচ্ছে শেখ আবির আহম্মেদ। সংগঠনের অন্য প্রতিষ্ঠাতা মোঃ একরামুল ইসলাম বর্তমানে কলারোয়াতে না থাকায় সে দূর থেকে কার্যক্রমে সার্বিক সহোযগিতা করছে। তাদের পাশাপাশি করোনা কালীন সংকটেও সংগঠনের সকল সদস্যবৃন্দ তাদের সর্বচ্চ স্বেচ্ছাশ্রম ও মেধা দিয়ে এই কার্যক্রমটি সফল করার চেষ্টা করছে। আবির ও একরামুলের পরেই যারা এই কার্যক্রমের প্রাণ তারা হলেন নাজমুস শাওন, জি এম আলী, শেখ মুস্তাকিম আহম্মেদ, রুবায়েত হোসেন রুবেল,ইজাজ রিফাত রোকন,আজমীর হোসেন,সানজিদ রায়হান মাহী, 8,608,243 total views, 16,122 views today |
|
|
|