ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলার রামেরডাঙ্গা এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ মোঃ মোক্তার হোসেন সরদার (৪৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত মাদক কারবারী ওই এলাকার মৃত মোকসেদ সরদারের ছেলে।
র্যাব জানায়, মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামেরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মোক্তার হোসেনকে আটক করা হয়। পরে আটককৃত আসামী ও জব্দকৃত আলামতসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর অধিনায়ক মেজর মোহাম্মদ শরীফুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।