Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে কাঁকড়া চাষিদের অভিজ্ঞতা বিনিময় সফর

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কাঁকড়া চাষিদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় উক্ত অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।

অভিজ্ঞতা বিনিময় সফরে জলবায়ু সহিষ্ণু কাঁকড়া চাষিদলের মতবিনিময় সভায় অতিথির বক্তব্য রাখেন ও অভিজ্ঞতা বিনিময় সফর দলের নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রনজিৎ বর্মন সহ কাঁকড়া চাষিবৃন্দ।

এসময় মুন্সিগঞ্জ কমিউনিটির নারী ও পুরুষ ২৫ সদস্যের কাঁকড়া চাষিদল প্রথমে নুরনগর দুরমুজখালী প্রশান্ত কয়ালের কাঁকড়া খামার পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।পরবর্তীতে বুড়িগোয়ালিনী কলবাড়ী এলাকায় শিবু প্রসাদের সফটসেল কাঁকড়া খামার পরিদর্শন সহ অভিজ্ঞতা বিনিময় করেন।

কাঁকড়া চাষি শরিফুল ইসলাম বলেন, হার্ডসেল ও সফটসেল কাঁকড়া চাষ দুই পদ্ধতি লাভ জনক। কাঁকড়া চাষ পরিবেশ নষ্ট করেনা। সহজ পদ্ধতিতে কাঁকড়ার পোনা প্রাপ্তির বিষয়ে তারা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version