শহরের সার্কিট হাউজ মোড়ে শহীদ জায়েদা’র ২৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় সার্কিট হাউজ মোড়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিল জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ভূমিহীন নেত্রী গুলশান আরার সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ভূমিহীন নেতা এ্যাড. মো. আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন। এ সময় ভূমিহীন নেতা আমের আলী, আমজাদ হোসেন, রমজান আলী, রেক্সনা খাতুন, ঝর্ণা, আঞ্জুয়ারা সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ১৯৯৮ সালের ২৭ শে জুলাই ভুমিহীনদের স্বার্থরক্ষার আন্দোলনে ভুমিদস্যু সন্ত্রাসীদের গুলিতে জাহেদা খাতুন শাহাদৎ বরণ করেন।