জুলাই ৩১, ২০২১
প্রসব যন্ত্রণায় কাতর অন্তঃসত্ত্বা মা: দোলনায় হাসপাতালের পথে নৌকায় সন্তান প্রসব
জি এম মাছুম বিল্লাহ : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ইমরান হোসেনের স্ত্রী (ছদ্মনাম) কেয়ামনি (২০) প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন নিজের ঘরে। পরিবারের পক্ষ থেকে গ্রাম্য চিকিৎসক ও ধাত্রী দিয়ে নরমাল ডেলিভারির চেষ্টা করেন। শুক্রবার (৩০ জুলাই) মধ্যরাতে প্রসব যন্ত্রণা ওঠে কেয়ামনির। পরদিন (আজ) শনিবার বেলা ১২টা পর্যন্ত সব চেষ্টা যখন ব্যর্থ হয়। তারপর শুরু হয় হাসপাতালে নেওয়ার দৌড় ঝাঁপ। কিন্তু বর্ষা মৌসুম ও দ্বীপ ইউনিয়ন হওয়ায় ইচ্ছা করলেই তাকে হাসপাতালে নেওয়া সম্ভব নয়। নিরুপায় হয়ে দোলনায় শুইয়ে কেয়ামনিকে নিয়ে খোলপেটুয়া নদীর পাতাখালি খেয়াঘাট থেকে ইঞ্জিন চালিত বোডে রওনা দেন নওয়াবেকী ঘাটের উদ্দেশ্যে। সঙ্গে ছিল ধাত্রীসহ অন্যান্য স্বজনরা। খেয়াঘাটে পৌঁছে নিজেদের ট্রলারে রওনা হন। সেখানে পৌঁছে সড়ক পথে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছুতে যেতে হবে আরও ১২ কিলোমিটার। এরই মধ্যে দুপুর দেড়টার দিকে ট্রলারেই ফুটফুটে একটি সন্তান প্রসব করেন ওই অন্তঃসত্ত¡া মা। কেয়ামনির শ্বশুর ইব্রাহিম হোসেন জানান, বর্তমানে মা ও নবজাতক দু’জনেই সুস্থ আছে। তারপরও তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ছয় মাসের মধ্যে গাবুরা থেকে আসা অন্তঃসত্ত¡া মায়েদের ২ জন বুড়িগোয়ালিনী খেয়াঘাটে পৌঁছানোর আগে ট্রলারেই সন্তান প্রসব করেন। 8,475,721 total views, 449 views today |
|
|
|