Site icon suprovatsatkhira.com

কুখরালীতে জমি দখলে ব্যর্থ হয়ে বাবা ও ছেলেকে মারপিট

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার কুখরালীতে জমি দখলে ব্যর্থ হয়ে পিতা ও পুত্রকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৮টায় সাতক্ষীরা পৌর এলাকার কুখরালী আমতলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কুখরালী আমতলা গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম তার নিজস্ব জমিতে কাজ করতে গেলে প্রতিবেশি আলতাবুল, তার স্ত্রী মইফুল ও আলতাবুলের ভাই সাবুর আলী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে আব্দুল হাকিমের ডান চোখ মারাত্মক জখম হয়।

এসময় আব্দুল হাকিমের ছেলে শহীদুজ্জামান শিমুল তার বাবাকে রক্ষা করতে গেলে তাকেও কিল ঘুষি লাথি মেরে জখম করা হয়। পরে স্থানীয়রা প্রতিপক্ষের আঘাতে আহত আব্দুল হাকিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আব্দুল হাকিমের ছেলে শহীদুজামান শিমুল বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version