মথুরেশপুর / নিজস্ব প্রতিনিধি: বিয়ের ৭ দিনের মাথায় আঞ্জুমান আরা (১৮) নামে এক গৃহবধু গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে।
নিহত ওই গৃহবধূ শ্যামনগর উপজেলার কৈখালি এলাকার আনারুল সরদারের মেয়ে ও কালিগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।
নিহত গৃহবধূর নানি ছকিনা খাতুন (৫০) ও দাদি আমেনা খাতুন (৫২) জানান, ছোট থেকে আঞ্জুমান আরা উপজেলার বসন্তপুর গ্রামে অবস্থিত নানা আব্দুল খালেকের বাড়িতে থেকে লেখা-পড়া করতো।
গত সোমবার পারিবারিকভাবে একই এলাকার বাবর আলী ওরফে বাবু মোড়লের ছেলে সাইদুল ইসলাম’র (২৮) সাথে আঞ্জুমান আরার বিয়ে হয়।
রবিবার (৪ জুলাই) সকালে আঞ্জুমান আরার স্বামী রাজমিস্ত্রীর সহযোগী সাইদুল ইসলাম কাজের জন্য বাড়ির বাহিরে চলে যায়। ওই সময়ে শয়নক্ষের আড়ার সাথে ওড়নার সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
সকাল ১০ টার দিকে শ্বশুর বাড়ির লোকজন দেখতে পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই গৃহবধূর মানসিক সমস্যা ছিলো বলে জানান তারা।
খবর পেয়ে থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম হাসপাতালে উপস্থিত হয়ে সুরোতহাল রিপোর্ট তৈরি করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, আপাতত এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।