Site icon suprovatsatkhira.com

আশাশুনির কাকাদাটি বাজারে চুরি

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির কাদাকাটি বাজারের জবেদা ক্লিনিক ও কর্মকার জুয়েলার্সে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। সোমবার (২৬ জুলাই) দিবাগত রাতের কোন এক সময় এ দুটি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। জবেদা ক্লিনিকের স্বত্বাধিকারী গ্রাম ডাক্তার গাওছুল হক জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে আমি চেম্বার বন্ধ করে বাড়ি চলে আসি। মঙ্গলবার সকালে এসে দেখি চেম্বারের শাটারের তালা খোলা। ভেতরে ঢুকে দেখি সকল ঔষধ পত্র সহ চেম্বারের সবকিছু এলোমেলো করা ও চেম্বারে রাখা স্মার্ট ফোনটি নেই। ফোনটির আনুমানিক মূল্য ১৩ হাজার টাকা।

অপরদিকে, কর্মকার জুয়েলার্সের স্বত্বাধিকারী উত্তম কর্মকার জানান, সোমবার সন্ধ্যায় তিনিও দোকান বন্ধ করে বাড়িতে যান। মঙ্গলবার সকাল ১০টার দিকে দোকান খুলে দেখেন ঘরের চাল কেটে চোর ভেতরে ঢুকেছে। তিনি জানান, দোকানে থাকা আনুমানিক ৮০টি সোনার নাকফুল যার আনুমানিক ওজন ৮ আনা, রুপার কয়েকটি চেন ও নুপুর যার আনুমানিক ওজন ১০ ভরি এবং ক্যাশ ড্রয়ারে থাকা নগদ আনুমানিক ১ হাজার ৫০০ টাকা চোরেরা চুরি করে নিয়ে গেছে। কাদাকাটি বাজারে চুরির ঘটনা নতুন নয়। এর আগে এর চেয়ে আরও বড় বড় চুরি হয়েছে। চুরি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version