জুলাই ২৫, ২০২১
আশাশুনিতে ভ্রাম্য মান আদালতে জরিমানা
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে কঠোর লকডাউন বাস্তবায়নে স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ভ্রাম্য মান আদালতে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে রবিবার (২৫ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা। এসময় বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে ব্যবসায়ী আব্দুল মালেক সরদারের ছেলে শরিফুল ইসলামকে ১হাজার টাকা জরিমানা করেন। এছাড়া বড়দল বাজার ও বড়দল ব্রিজ (পাইকগাছা সীমান্ত) সহ বিভিন্ন বাজার এবং বিভিন্ন সড়কে টহল ও অভিযান পরিচালনা করা হয়। সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেতন করা হয়। এদিকে, রবিবার (২৫ জুলাই) আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমে ৩৬৫ জনকে টিকা প্রদান করা হয়। পূর্বে নিবন্ধনকৃত ও চলতি নিবন্ধন করা ব্যক্তিরা টিকা গ্রহণ করেন। এনিয়ে ২য় দফায় ৮ম দিনে সর্বমোট ১৮৪২ জন টিকা গ্রহণ করেছে। 8,475,559 total views, 287 views today |
|
|
|