নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীরা অক্সিজেন সংকটে পড়েছে বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। ইতোমধ্যে এক রোগীর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন কয়েকজন । তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিয়ে কোন কথা বলছে না। তাদের দাবি সন্ধ্যায় হঠাৎ অক্সিজেনের প্রেসার কমে গিয়েছিল। এখন সবকিছু স্বাভাবিক।
বুধবার (৩০জুন) বিকেল সাড়ে ৫টার দিকে অক্সিজেন সংকট শুরু হয় বলে জানা গেছে।
এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত ই খোদা জানান, বিকেলে হঠাৎ করে সেন্টাল অক্সিজেন লাইনের প্রেসার কিছুটা কমে যায়। তবে এখন সবকিছু ঠিকঠাক চলছে। প্লান্টে এখনো অক্সিজেন মজুদ রয়েছে। কিছুক্ষণ আগে গাড়িতে নতুন করে অক্সিজেন পৌঁছেছে, দ্রুত সময়ের মধ্যেই সেটি রিফিল করা হচ্ছে। এখন আর কোন সংকট নেই। তবে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আগামীকাল সকাল ৮টার পরে আপডেট তথ্য জানানো হবে।